ব্যস্ত দেখ পথঘাট ব্যস্ত এ শহর ব্যস্ততারা নিয়ে গেছে সুখেরই প্রহর তবু মন ছুঁতে চায় আকাশের ছাদ ছুঁতে ছুঁতে ভুলে যায় মাটি মায়া স্বাদ ও- হলদে রাঙ্গা নগরীতে রোদ নামে ঝুম এক কাপ কফি ভরা দুই চোখ ঘুম
ঘুম থেকে উঠে দেখ বদলে গেছে দুনিয়াটা বদলে গেছি তুমি আর আমি স্বার্থপর এ নগরিতে নিজেকেই চিনে নিতে হেঁটে হেঁটে বারবার থামি এই রোঁদেলা পথ ধরে আমিও তো যাব চলে চলে যাব আমরা সবাই খামাখা কি লাভ বলো? এত কেন পাপ বলো? ক'টা দিন ভাল থাকা চাই- ও-
লেনিন আর চে গেভারা, মাও তাও মার্ক্সেরা শান্তি বল দিয়েছে কি কেউ? যুক্তি ভরা চুক্তিগুলো ভাংছে শুধু মুক্তিগুলো বাড়ছে শুধু হাভাতের ঢেউ পেরেছ কি রাখতে কথা নেই তো কোন সফলতা কবে বলো শুরু হবে কাজ? কথা লেখা অনেক হলো, পথে নামি আজ চলো ছুরে ফেলে শংকা ডর লাজ ও-
Composition: Hridoy Hasin, Sayem Rahman
Cinematography: Salem Abduhu Direction: H AL BANNA
Cast: Shanti, Muna, Nina
Special thanks: Arafat Rahman, Sharmin Chowdhury
Producer: H Al Banna, Mosiuzzaman Sumon Post production PIXMATIC STUDIO